CA Plan

What is CA Plan and how to take CA Plan


CA(Corrective Action) প্ল্যান বা কার্রেক্টিভ অ্যাকশন প্ল্যান একটি ইম্পরট্যান্ট টুল, ISO সার্টিফিকেশন বা ISO সার্টিফাইড কোম্পানির জন্য। এই পোস্ট এ আমরা জানবো কিভাবে CA প্ল্যান বা কেন এইটা নিতে হয় ?

ISO সার্টিফিকেশন এর অন্যতম একটি মূল নীতি হলো ক্রমান্বয়ে ডেভেলপমেন্ট বা উন্নতি সাধন করা। তাই নিয়মিত বিশেষ করে অডিট এর পরে যদি কোনো ত্রুটি বা ননকন্ফর্মিটি আসে তাহলে CA প্ল্যান এর মাধ্যমে এই ভুল কারেক্ট করা হয় এবং একই ধরণের ভুল যাতে বারবার না হয় তারজন্য পদ্ধক্ষেপ নিতে হয়।

বিভিন্ন ভাবে C A প্ল্যান নেয়া যায়। যাদের মধ্যে ৫ WHY এনালাইসিস টুল হলো অন্যতম। এই পদ্ধতিতে সর্বোচ ৫টি প্রশ্ন করে ওই ভুল বা ত্রুটির মূল কারণ খোঁজা হয়। প্রতিটি প্রশ্ন অবশ্যই WHY দিয়ে শুরু করতে হয়। সর্বোচ ৫টি প্রশ্ন থাকলেও সমস্যা ভেদে এটির উত্তর তিনটি বা দুটিতে হয়ে যেতে পারে। যাইহোক মূল কারণ বের করার পর ব্যাবস্থা নিতে হয় যাতে ওই একই সমস্যা পুনরায় আর দেখা না যায়। এই ব্যবস্থা কে বলা হয় C A প্ল্যান বা CORRECTIVE ACTION PLAN |

সাধারাত অডিটের পর এই কে প্ল্যান নেয়া হয় এন্ড দ্বিতীয় অডিটের সময় এর এফেক্টিভনেস পরীক্ষা করে অডিটর তা CLOSE করে থাকেন। তবে মেজর NC এর ক্ষেত্রে তা পরবর্তী অডিটের আগেই ক্লোস করতে হয়, অন্যথায় সার্টিফিকেট বাতিল হয়ে যাতে পারে|

এইভাবে ক্রমাগতভাবে ভুল বা ত্রুটির পর CA প্ল্যান এর মাধ্যমে একটি কোম্পানি তার কন্টিনুয়াস ডেভেলপমেন্ট এর প্রমান দেখাতে পারে।

CA প্ল্যান সমন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন |


CA Plan

CA Plan

ISO training  for a construction company at Ruppur Power Plant

CA Plan is one of the most important topics for ISO Certification and ISO Certified company. The details of CA Plan is Corrective Action Plan. Shortly it is called CA Plan.

After performing internal audit if any NC (Nonconformity) is raised then CA plan is taken. CA Plan helps to stop recurrence of any problem in the process.

In the clause no 10.2 of ISO 9001:2015 standard it is written about CA. Practicing of CA plan is mandatory for ISO certification and ISO certified company.

One of the most important principles of ISO 9001 standard is Continual Development. Real application of this principle can be done by taking CA Plan.

It is a matter of frustration that most of the companies do not take CA Plan properly. They do not understand the importance of CA Plan. So, they cannot take taste of ISO Certification. If it is taken properly then a company can be benefited properly from the ISO Certification.

Sometimes we insult others rather than the real responsible person/term. CA plan helps to find the root cause of any problem effectively. When the root cause is found then correction of that NC can be done effectively.

Three things are done when a NC is raised. Correction, Corrective Action and Preventive Action. All the three terms are applied in a CA plan.

Correction helps to take instant solution, Corrective Action helps to find root cause and resist to recurrence of the issue and preventive action helps to take care other issues which may be raised in other processes.

ISO Training can help you to understand the CA plan. During the training session it is discussed about Corrective Action. So, it is trainer’s responsibility to teach the topic very importantly. At the same time as a company  if you want to get benefit from ISO Certification then you should learn carefully what is CA Plan and how to practice this term in your company.

One of the major problems is that many companies do not like to take training before ISO Certification. Shortcut they want to take ISO Certificate. If they do not take ISO training they stay far from the real guidelines of ISO standard. So, the company management should take ISO training before ISO Certification.

Advanced Assessment Services (AAS) may be your right choice to take ISO certification and training. They offer ISO Certification and ISO Training in a package price. So, it will help you to save money  from hiring an ISO consultant. Without ISO training AAS does not provide ISO Certificate. All the important topics of the standard including CA Plan can be learnt from AAS ISO training session.