Food Safety ISO Standard for Suppliers in Bangladesh
ISO Food Safety Standard for Food Products Suppliers in Bangladesh
বাংলাদেশ কনজুমার্স প্রোডাক্টস সরবরাহ কারীদের জন্য ISO 22000 সনদ
বাংলাদেশএ কনজুমার্স প্রোডাক্টস বা ফুড প্রোডাক্টস সরবরাহ কারীদের জন্য ISO 22000 সনদ
ISO 22000 স্ট্যান্ডার্ড মূলত ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ড | এই iso সার্টিফিকেট নেয়ার জন্য এক এক কোম্পানির এক এক ধরণের উদ্দেশ্য থাকে | যেমন ফুড ফ্যাক্টরি বা প্রসেসিং মালিকদের উদ্দেশ্য হলো ফুড এর কোয়ালিটি মেইনটেইন করা, HYGENIE কন্ট্রোল করে প্যাকেট করা এবং তাপমাত্রা কন্ট্রোল করে সেলস পয়েন্টস এ পৌঁছে দেয়া ইত্যাদি|
ISO 22000 এর যেসব GUIDELINE গুলু আছে তারমধ্যে উপরের সবগুলোই অন্তর্ভুক্ত | তাই ISO 22000 সনদ নিলে একটি কোম্পানি আরো ভালোভাবে প্রথম পারায় উল্লেখিত বিষয়গুলি কন্ট্রোল করতে পারে |
বাংলাদেশে আরেকটি গ্রুপ অর্থাৎ কন্ট্রাক্টর বা সরবরাহকারী যারা আছেন তারাও ISO 22000 সনদ কিভাবে নেয়া যায় তার জন্য ফোন করে থাকেন | তাদের জন্যই মূলত আজকের এই পোস্ট | অর্থাৎ সরবরাহকারীরা কিভাবে ISO 22000 CERTIFICATE পেতে পারেন তার একটি ধারণা পাওয়া যাবে এই পোস্ট থেকে |
অন্যান্য গ্রূপের মতো সরবরাহকারী রা ISO 22000 সনদ নিতে পারেন | তবে সমস্যা হলো তাদের কোম্পানি তে ঐরকম উচ্চ শিক্ষিত লোকজন নাই যারা ISO ফুড সেফটি স্ট্যান্ডার্ড এর ডকুমেন্টস নিয়ে চিন্তিত থাকেন | অপরদিকে তাদের মূলধন এর পরিমান ও কম থাকে তাই তারা ফুড সেফটি ISO সনদের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন না | তারা ISO কনসালটেন্ট HIRE করতে পারেন না|
অপরদিকে সম্প্রতি বাংলাদেশে বড় ধরণের একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন হয়ে গেছে |অর্থনৈতিক চালিকা শক্তি ব্যাংকগুলো জনগণের টাকা সঠিক জায়গায় ইনভেস্ট না করে রাজনৈতিক পক্ষপাতিত্ব পদ্ধতি অনুসরণ করে ঋণ দিয়েছে | জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলেছে | বেশিরভাগ ব্যাঙ্ক দুর্নীতি গ্রস্ত হয়ে পড়ে এবং তার খেসারত দিতে হচ্ছে বাংলদেশের সাধারণ জনগণকে | অতীত সরকার গুলুর দেশ পরিচালনায় অব্যবস্থাপনা, দেশপ্রেমের অভাব তাদেরকে এইসব স্বার্থপর ও পক্ষপাত মূলক কর্মকান্ডে উদ্ভূদ্ধ করেছে |
সাধারণ সরল ও সৎ ব্যাবসায়ী যারা তারা এখন ঋণ নিতে পারছে না ব্যাঙ্ক থেকে |কারণ ব্যাংকগুলি টাকা শূন্য হয়ে পড়েছে | অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে যখন সাধারণ ব্যাবসায়ীরা আবার ব্যাবসায় ফিরে আসতে চাচ্ছে তখন ISO সনদ এর requirement একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য | কারণ এই iso food safety certificate এর জন্য বেশিরভাগ সার্টিফিকেশন কোম্পানি লাখ লাখ টাকা নিয়ে থাকে |
ঐসব সৎ ও দেশপ্রেমিক ব্যাবসায়ীদের দুরবস্থার কথা চিন্তা করে বাংলাদেশে অ্যাডভান্সড এসেসমেন্ট সার্ভিসেস স্বল্প খরচে ISO ফুড সেফটি স্ট্যান্ডার্ড সনদ পাওয়ার ব্যবস্থা করে থাকে | তাই আপনি যদি টেন্ডার এ পার্টিসিপেট করতে চান বা সরকারি কোন অফিস এ এনলিস্টেড হতে চান food supplier বা সরবরাহকারী হিসাবে তাহলে দেরি না করে আজি ফোন করেন 01742125232 এই নম্বর এ অথবা ভিজিট করেন www.aas-bd.com | এই কোম্পানি থেকে অত্যন্ত কম খরচে ও স্বল্প সময়ে iso food safety standard ISO 22000 সার্টিফিকেট পেতে পারেন|