বাংলাদেশ সর্বরাহকারীদের জন্য ISO সনদ
ISO সার্টিফিকেট নেয়ার জন্য এক এক কোম্পানির এক এক ধরণের উদ্দেশ্য থাকে | যেমন ফ্যাক্টরি মালিকদের উদ্দেশ্য হলো প্রোডাক্ট এর কোয়ালিটি মেইনটেইন করা, wastes কমানো এবং সময়মতো প্রোডাক্ট বা সার্ভিস টি তার কাস্টমার কে ডেলিভারি দেয়া |
ISO 9001 এর যেসব GUIDELINE গুলু আছে তারমধ্যে উপরের সবগুলোই অন্তর্ভুক্ত | তাই ISO 9001 সনদ নিলে একটি কোম্পানি আরো ভালোভাবে প্রথম পারায় উল্লেখিত বিষয়গুলি সম্পন্ন করতে পারে |
বাংলাদেশে আরেকটি গ্রুপ অর্থাৎ কন্ট্রাক্টর বা সরবরাহকারী যারা আছেন তারাও ISO সনদ কিভাবে নেয়া যায় তার জন্য ফোন করে থাকেন | তাদের জন্যই মূলত আজকের এই পোস্ট | অর্থাৎ সরবরাহকারী রা কিভাবে ISO CERTIFICATE পাবেন তার একটি ধারণা পাওয়া যাবে এই পোস্ট থেকে|
অন্যান্য গ্রূপের মতো সরবরাহকারী রা ISO সনদ নিতে পারেন | তবে সমস্যা হলো তাদের কোম্পানি তে ঐরকম উচ্চ শিক্ষিত লোকজন নাই যারজন্য তারা ISO ডকুমেন্টস নিয়ে চিন্তিত থাকেন | অপরদিকে তাদের মূলধন এর পরিমান ও কম থাকে তাই তারা ISO সনদের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন না | তারা ISO কনসালটেন্ট HIRE করতে পারেন না|
অপরদিকে সম্প্রতি বাংলাদেশে বড় ধরণের একটি রাজনৈতিক পরিবর্তন হয়ে গেছে |অর্থনৈতিক চালিকা শক্তি ব্যাংকগুলো জনগণের টাকা গুলু সঠিক জায়গায় ইনভেস্ট না করে রাজনৈতিক ঘেষাঁ পদ্ধতি অনুসরণ করে ঋণ দিয়েছে | জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলেছে | বেশিরভাগ ব্যাঙ্ক দুর্নীতি গ্রস্ত হয়ে পড়ে এবং তার খেসারত দিতে হচ্ছে বাংলদেশের সাধারণ জনগণকে |
সাধারণ সৎ ব্যাবসায়ী যারা তারা এখন ঋণ নিতে পারছে না ব্যাঙ্ক থেকে |কারণ ব্যাংকগুলির টাকা শূন্য হয়ে পড়েছে | অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে যখন সাধারণ ব্যাবসায়ীরা আবার ব্যাবসায় ফিরে আসতে চাচ্ছে তখন ISO সনদ একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য | কারণ এই সনদ এর জন্য বেশিরভাগ সার্টিফিকেশন কোম্পানি লাখ লাখ টাকা নিয়ে থাকে |
তাদের দুরবস্থার কথা চিন্তা করে বাংলাদেশে অ্যাডভান্সড এসেসমেন্ট সার্ভিসেস স্বল্প খরচে তাদের জন্য ISO সনদ পাওয়ার ব্যবস্থা করে থাকে | তাই আপনি যদি টেন্ডার এ পার্টিসিপেট করতে চান বা সরকারি কোন অফিস এ এনলিস্টেড হতে চান supplier হিসাবে তাহলে দেরি না করে আজি ফোন করেন 01742125232 এই নম্বর এ অথবা ভিজিট করেন www.aas-bd .com | এই কোম্পানি থেকে অত্যন্ত কম খরচে ও স্বল্প সময়ে iso সনদ পেতে পারেন|